আমার ব্লগ তালিকা

রবিবার, ৮ মে, ২০২২

                      মা - মায়ের জন্য লেখা কিছু কথা আশাকরি ভালোলাগবে


Zahidul Islam 2022-05-08 Student Story > Happy-mothers-day
সকালে ঘুম থেকে উঠেই, Facebook টা যেই খুলেছি, Facebook Page, আজ শুধুই মাকে নিয়ে লেখা Post এ ভরা। মাকে নিয়ে লেখা সব post গুলো খুব ভালো লাগলো পড়ে, খুব সুন্দর হয়েছে লেখাগুলো। মা আমি তোমায় খুব ভালোবাসি, তুমি আমার সব কিছু, তোমায় অশেষ ধন্যবাদ, আরও অনেক লেখাই পরলাম, যেনো মায়ের গর্ব করা সন্তান, খুব ভালোবাসে মাকে। কেউ কেউ তো আবার মাকে নিয়ে selfie ,খুব সুন্দর লাগে এইসব দেখতে, কত ভালোবাসা মায়ের প্রতি, খুব সুন্দর সম্পর্ক মা আর সন্তানের তাই না। দেখতে কি ভালো লাগে, লাইকের পর লাইক, কত কমেন্ট। চোখটা আমাদের শুধু fb pagei কি খুশি আমরা, হা আমাদের কথাই বলছি যাদের ভালোবাসাটা শুধু এখন লাইক আর কমেন্টের জন্য, এখন যদি মা এসে বলেন বাবু একটু সাহায্য কর না, তখনই বেশি জ্বালিয়ো না তো, অথচ মাকে নিয়ে লেখা post র, উত্তর দিচ্ছে, হা আমার মা আমার সব, আমি আমার মাকে খুব ভালোবাসি, আমাদের সবার উচিত মাকে নিশার্থ ভাবে ভালোবাসা, মায়ের যত্ন করা আরও কত কি লিখিছি আমরা, কত ভালোবাসা মায়ের প্রতি, মায়ের ডাকে কিন্তু সাড়া নেই। হা এখন আমাদের ভালোবাসাটা এইভাবেই fb, whatsapp status এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, আমরা আজ এতোটাই fb তে মগ্ন হয়ে গেছি যে যার জন্য এই লেখা, যার জন্য এতোকিছু তাকেই মনে নেই। কেনো পারি না, আজকের দিনটাই fb, whatsapp না থেকে, দিনটা মায়ের সঙ্গে কাটাতে, আমরা বলতে পারি না, মা তুমি তো রোজ রান্না করো, আজ না হয় আমি রান্না করি, চলো মা আজ তোমাকে নিয়ে ঘুরতে যাই। তাই আমাদের সবার ভাবা উচিত মায়ের প্রতি আমাদের ভালোবাসাটা শুধু যেনো fb, whatsapp status র মধ্যে আটকে না থাকে, আমাদের ভালোবাসাটা যেনো শুধু লাইক কমেন্টের জন্যে না হয়, মাকে ভালোবাসার জন্য জেনো আমরা শুধু এই একটা দিন পালন না করি। আমাদের কাছে প্রতিটি দিনই যেনো mother's day হয়।।।।।।।।।
Zahidul
মা ! এই একটা শব্দ আমাদের জীবনে জীবনের সমান। আমাদের জীবনে মা একটা এমন জায়গা যা আমরা ঠিক সুস্পষ্ট ভাবে ব্যাখ্যায় করতে পারিনা। মা আমাদের সেই গাছ তলা যেখানে জীবনের কঠোর তপ্ত রোদের মধ্যে একফালি ছায়া যেখানে আমরা চলার পথে কিছুটা বিশ্রাম পাই। মা আমাদের বাড়ির সেই কোনটা যেখানে আমরা আর সবকিছু ভুল হলে গিয়ে বসে নিঃস্বাস নি। আমাদের জীবনে আমাদের মা ই একমাত্র মানুষ যে এক্কেবারে ভেতর থেকে বোঝে, মায়েদের কিছু বলে দিতে হয়না আমাদের, আমাদের মুখ দেখলেই কেমন করে যেন আমাদের মনের অবস্থা বুঝে ফেলে। আর ঠিক সময়মত সঠিক সমাধান চলে আসে হাতের কাছে।এমন কোনো মনুভূতি নেই নেই আমাদের মায়েরা আমাদের জীবন সম্পর্কে জানেনা বা তার জন্য আমাদের সঠিক সমাধান বলে দিতে পারে। একদিনের এর্টটি একটা মেয়ে ৯ মাস তার সন্তান কে জঠরে লালন করে এক দিনের মধ্যেই হয়ে ওঠে মা যার ভাবনা ভালোবাসা তার সন্তান ও আর বাকি পৃথিবীর সমস্ত সনাতনের প্রতি এক ই থাকে। জীবনে যে মানুষের কাছে তার মায়ের স্নেহ থাকে সে সেই স্নেহ ভালোবাসার জোরে সারা পৃথিবী জয় করতে পারে। এমন কোনো পরিস্থিতি জীবনে থাকেনা এমন কোনো অসুবিধে আমাদের জীবনে থাকেনা যা আমাদের মা ঠিক করে দিতে পারেনা।


Zahidul Islam

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চাকরির পরীক্ষায় সফল হওয়ার কৌশল

 চাকরির পরীক্ষায় সফল হওয়ার কৌশল বর্তমানে সকল চাকরি পরীক্ষাতেই বেশ প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই কিছু কৌশল...